সাজ্জাতুল জুম্মা,ঝিনাইদহ- ঝিনাইদহের ৫৮ বিজিবি অভিযান চালিয়ে মহেশপুর উপজেলার বেতবাড়ীয়া গ্রামের জামালের পাঠ ক্ষেতের পশ্চিম পাশ হতে বাংলাদেশী ৩ জন পুরুষ নাগরিককে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশ প্রবেশ করার অপরাধে আটক করেছেন।
গত শনিবার সকাল ১১ টায় অণুপ্রবেশ করার সময় তাদেরকে আটক করে মহেশপুর থানায় প্রেরণ করেছেন।
এ বিষয়ে ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, করোনাকালীন সময়ে সম্প্রতি উদ্বেগজনকহারে ভারত থেকে এ দেশে অনুপ্রবেশের ঘটনা বৃদ্ধি পাওয়ার কারনে সীমান্তে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। তারই ধারাবাহিকতার গত শনিবার সকাল ১১ টার দিকে মহেশপুর সীমান্তের বেতবাড়ীয়া এলাকা থেকে যাদবপুর বিওপির একদল বিজিবি টহল দেওয়ার সময় ৩ জন পুরষকে আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলেন খুলনা জেলার সদর থানার মোঃ সিদ্দিক এর ছেলে মোঃ শাহিন (২২), জিন্নানগর গ্রামের আব্দুল রব এর ছেলে মোঃ পারভেজ আহমেদ (২১) এবং নতুন বাজার গ্রামের মোঃ আশরাফ আলী সরদার এর ছেলে মোঃ আবু বক্কার (২২)।
পরে বিজিবি তাদের জিজ্ঞাসাবাদ শেষে মহেশপুর থানায় হস্তান্তর করে। আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করে তাদের অবৈধপাসপোর্ট আইনে মামলা দেওয়া হয়েছে।