Tuesday, September 21, 2021
Home বিনোদন হিরো আলমের বিরুদ্ধে জুনিয়র মিশার মামলা

হিরো আলমের বিরুদ্ধে জুনিয়র মিশার মামলা

সমীকরণ প্রতিবেদক-সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম- সর্বত্র আলোচিত ও সমালোচিত অভিনেতা হিরো আলম। এবার তার বিরুদ্ধে মামলা করেন জুনিয়র আর্টিস্ট নয়ন মন্ডল ওরফে জুনিয়র মিশা।

শুটিংয়ের টাকা না দিয়ে মারধর করার অভিযোগে এনে ২৩ জুলাই ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে এ মামলা দায়ের করা হয়। আদালত তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

জুনিয়র মিশার আইনজীবী মকিম মণ্ডল বলেন, ‘হিরো আলমের বিরুদ্ধে নয়ন মণ্ডল ওরফে জুনিয়র মিশা একটি মামলা করেছেন। আদালত মামলাটি ১ সেপ্টেম্বরের মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।’

জুনিয়র মিশা বলেন, ‘হিরো আলমের ‘সাহসী হিরো আলম’ সিনেমায় খল নায়ক হিসেবে ১৫ হাজার টাকায় চুক্তিবদ্ধ হই। গাজীপুরে শুটিং করি। শুটিং শেষে ঢাকায় আসার পথে আমাকে ৫০০ টাকা দিয়ে হিরো আলম বলেছিল বাকিটা পরে দেবে। কিন্তু সে টাকা পরিশোধ করেনি।’

জুনিয়র মিশ‌া জীবন নিয়ে শঙ্কায় আছেন জানিয়ে বলেন, ‘টাকা চাইলে হিরো আলম আমাকে শুটিংয়ের দা দিয়ে আঘাত করে। কিল-ঘুষি মারে। গত ১৯ জুন এফডিসিতে মানববন্ধনে অংশ নিতে আমি গিয়েছিলমি। সেখানেও আমাকে হিরো আলম লাঞ্ছিত করেছে।’

‘সাহসী হিরো আলম’ সিনেমায় হিরো আলমের বিপরীতে অভিনয় করেছেন সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। এছাড়াও অভিনয় করেছেন আমির সিরাজী, তনু পাণ্ডে, রেহেনা জলি, নিরাঞ্জন গুলজার, কালা আজিজ প্রমুখ। পরিচালনা করেছেন এ আর মুকুল নেতৃবাদি। গল্প লিখেছেন পিজি মোস্তফা। চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

- Advertisment -

সব খরব

ঝিনাইদহে এনিমেল হেলথ্ মার্কেটিং এসোসিয়েশনের জেলা সম্নেলন অনুষ্ঠিত

সাজ্জাতুল জুম্মা, ঝিনাইদহ অফিস ঃঝিনাইদহের স্থানীয় এইড কমপ্লেক্সে হলরুমে শুক্রবার দুপুরে এনিমেল হেলথ্ মার্কেটিং এসোসিয়েশনের জেলা সম্নেলন অনুষ্ঠিত হয়েছে।

নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া, উদ্বিগ্ন জাপান

আন্তর্জাতিক ডেস্ক-দেড় হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি জাপানের প্রায় যেকোনো স্থানে আঘাত হানতে...

বিশ্বে করোনায় আরও ৬ হাজার মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক -মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় ৬ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায়...

নারী শিক্ষা: তালেবান স্টাইল

আন্তর্জাতিক ডেস্ক -আফগানিস্তানে ছেলে ও মেয়ে শিক্ষার্থীর আলাদাভাবে শিক্ষাদানের ব্যবস্থা করছে তালেবান। মেয়ে শিক্ষার্থীদের জন‌্য ইসলামসম্মত পোশাক ও নিয়ম কানুনও চালু করা...