সাজ্জাতুল জুম্মা, ঝিনাইদহ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির আয়োজন এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ আইনজীবীরা অংশ নেয়। কর্মসূচী চলাকালে আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. খান আখতারুজ্জামান, জজ কোর্টের পিপি এ্যাড. ইসমাইল হোসেন, জিপি এ্যাড. বিকাশ কুমার ঘোষসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। সেই সাথে এর সাথে বিরোধিতাকারীদের বিরুদ্ধে ঐক্য গড়তে সকলের প্রতি আহ্বান জানান।