Sunday, June 13, 2021
Home আওয়ামীলীগ ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান না ফেরার দেশে চলে...

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান না ফেরার দেশে চলে গেলেন ॥ শোক প্রকাশ

ঝিনাইদহ অফিস- ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সফল সাবেক নারী ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান বার্ধক্যজনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মরহম মতিয়ার রহমানের স্ত্রী।

আজ রোববার দুপুরে তিনি জেলা শহরের কাঞ্চননগর নিজ বাসায় মারা যান। তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পরে না ফেরার দেশে চলে যান।

পরিবারের শেখ সেলিম ও মিনা সেলিম জানান, শিরিনা রহমান দীর্ঘদিন ধরে লেবার সমস্যা নিয়ে ভুগছিলেন। তিনি মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জেলা আওয়ামীলীগের রাজণীতির পাশাপাশি তিনি মহিলা পরিষদ, নারী সমাজ কল্যান সংস্থাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে ওতপ্রতভাবে জড়িত ছিলেন।
আজ রোববার বাদ মাগরিব সদরের উদয়পুর স্কুল মাঠে জানাযা শেষে ঐ গ্রামেরই পারিবারিক কবরস্থানে তার স্বামী মরহম মতিয়ার রহমানের পাশে দাফন করা হবে।

এদিকে মতিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল হাই, সাধারন সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, স্থানীয় সংসদ সদস্র তাহজিব আলম সিদ্দীকি সমি, যুগ্ন-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়াপরম্যান কনক কান্তি দাস, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ, ভাইস চেয়ারম্যান রাসেল হোসেন, আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামানসহ অনেকে।

এ সময় মরহমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমাবেদনা জানান। এ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

- Advertisment -

সব খরব

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ১৪ই জুন

নিজস্ব প্রতিবেদক- আগামী বছরের (২০২২ সাল) এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ১৪ জুন (সোমবার) থেকে এ কার্যক্রম...

বিশ্বে করোনায় সাড়ে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন- মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে ৯ হাজারের বেশি মানুষ মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে সাড়ে ৩...

একসঙ্গে দুইয়ের বেশি বাচ্চা জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড

নিজস্ব প্রতিবেদক- যমজ বাচ্চা প্রসবের ঘটনা এত বেশি ঘটছে যে এখন আর বিস্ময়কর লাগে না। আমরা তখনই অবাক হই যখন শুনি কোনো...

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো

নিজস্ব প্রতিবেদক- করোনা পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটির মেয়াদ আরেক দফা বাড়লো। আগামী ৩০ জুন পর্যন্ত এই ছুটি বাড়ানো হয়েছে।