ঝিনাইদহ অফিস-বঙ্গবন্ধুর আদর্শে ছাত্র রাজনীতি করে আসছেন ঝিনাইদহের কৃতি সন্তান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শুভ কুন্ডু।
সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগ ঝিনাইদহ জেলা ছাত্রলীগের ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি উপহার দেন। এ নব-নির্বাচিত কমিটির মধ্যে স্থানীয় শহরের চাকলাপাড়ার কৃতি সন্তান ও ছাত্রদের নানা সমস্যা সমাধান করে যিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের মন জয় করে নিয়েছেন তিনি হলেন শুভ কুন্ডু।
বর্তমান এ কমিটির সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে নব-নির্বাচিত সহ-সভাপতি শুভ কুন্ডু জানান, আমি বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে ছাত্রলীগের রাজনীতি করি। দলের নানা কর্মসুচিতে সব সময় একজন সৈনিক হিসাবে নিয়োজিত রয়েছি। দীর্ঘদিন পর এ জেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন ও আমাকে সহ-সভাপতি করায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্যকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।
সেই সাথে এ পদে থেকে সততার সাথে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার আদর্শে মানুষের জন্য কাজ করবো এটিই আমার প্রত্যাশা। তিনি সবার সহযোগিতা নিয়ে সামনের পথ চলার অঙ্গীকার করেন।
এদিকে শুভ কুন্ডু-সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় জেলা ও উপজেলাসহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।