Saturday, June 12, 2021
Home ঝিনাইদহ ঝিনাইদহ কসাসের ১৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে বৃক্ষরোপন ও দুস্থদের মাঝে শিশু খাদ্য...

ঝিনাইদহ কসাসের ১৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে বৃক্ষরোপন ও দুস্থদের মাঝে শিশু খাদ্য বিতরণসহ নানা কর্মসুচি পালিত

ঝিনাইদহ অফিস- ঝিনাইদহ সরকারী কেসি কলেজের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কথন সাংস্কৃতিক সংসদ কসাস এর ১৩তম বর্ষে পদার্পন উপলক্ষে নানাকর্মসুচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বৃক্ষরোপন অভিযান, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ এবং অসহায় শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ কর্মসুচি পালিত হয়।

কর্মসুচির শুরুতে সকালে কসাসের উপদেষ্টা হাবিবুর রহমান ও ফজলে রাব্বি কেসি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচির উদ্বোধন করেন। এর পরে কসাসের নেতৃবৃন্দ শহরের বিভিন্ন মোড়ে শতাধিক রিকসা চালক ও দিনমুজুরদের মাঝে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।

বিকালে ঝিনাইদহ শহরের হাটের রাস্তা সংলগ্ন বিভিন্ন বস্তিতে শতাধিক শিশুর মাঝে শিশু খাদ্য বিতরণ করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় সাথে ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিবুল ইসলাম, জিন্নাতুল ইসলাম, বেগবতি প্রকাশনির প্রতিষ্ঠাতা সভাপতি সুমন শিকদার, কসাসের সাবেক সহ- সভাপতি সোহাগ উদ্দিন সুজন, আল-মাহমুদ, শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রতাপ বিশ^াস, বর্তমান সভাপতি হাসানুজ্জামান অন্তর, সাধারণ সম্পাদক আনিচুর রহমান শামিম, সহ-সভাপতি রাসেল আহমেদ শুভ ও সহ-সাধারণ সম্পাদক ঈশরাত জাহান মৌসহ অনেকে উপস্থিত ছিলেন।

কসাসের নেতৃবৃন্দ জানান, আমাদের এই সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জেলার মানুষের জন্য কাজ করে চলেছি। করোনা দুর্যোগের সময় প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমপুর্ন না করে মানবতার সেবায় আমরা কাজ করে চলেছি। করোনার এই মহামারীতে সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমে এসকল কর্মকান্ড সম্পন্ন করা হয়েছে বলে তারা আরও জানান।

- Advertisment -

সব খরব

একসঙ্গে দুইয়ের বেশি বাচ্চা জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড

নিজস্ব প্রতিবেদক- যমজ বাচ্চা প্রসবের ঘটনা এত বেশি ঘটছে যে এখন আর বিস্ময়কর লাগে না। আমরা তখনই অবাক হই যখন শুনি কোনো...

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো

নিজস্ব প্রতিবেদক- করোনা পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটির মেয়াদ আরেক দফা বাড়লো। আগামী ৩০ জুন পর্যন্ত এই ছুটি বাড়ানো হয়েছে।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

সমীকরণ প্রতিবেদক- আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য— ‘মুজিববর্ষের আহ্বান, শিশুশ্রমের অবসান’। বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ...

খুলনায় করোনায় আরও ৫ জনের মৃত্যু

সমীকরণ প্রতিবেদক- খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার-শনিবার) করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...