সাজ্জাতুল জুম্মা, ঝিনাইদহ- ঝিনাইদহের ফুরসন্ধি গ্রামে বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের সন্তানদের নারী-কেলেংকারী, অত্যাচার, মিথ্যা ও হয়রানীমুলক মামলা দেওয়ার প্রতিবাদে গ্রামবাসির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ফুরসন্ধি গ্রামবাসি এ মানব বন্ধনের আয়োজন করেন। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে নির্যাতিত শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, সমাজ সেবক রেজাউল ইসলাম, স্থানীয় জামে মসজিদের ঈমাম লোকমান হোসেন লিকু ও কলেজ শিক্ষক তসলিম হোসেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান স্ত্রী রোকেয়া বেগম, তার সন্তান শাহনাজ বিউটি ও আব্দুল্লাহ ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে গ্রামবাসির উপর নানা অত্যাচার নির্যাতন করে আসছিলো। গতমাসে এ মুক্তিযোদ্ধার পরিবার একই গ্রামের মধু, মোহন ও উৎপলকে আসামী করে আদালতে মিথ্যা চাদাবাজির মামলা দায়ের করে। এছাড়াও একই গ্রামের সোনালী, জসিম, রেজাউল, হালিম হোসেন, ইব্রাহিম হোসেন, কাজী কামাল ও জাহিদা খাতুনের নামে সদর থানায় মিথ্যা জিডি করার অভিযোগ করেন।
বক্তারা আরও জানান, অবিলম্বে মিথ্যা মামলা ও থানার সাধারণ ডায়েরী প্রত্য্হাার করার দাবি জানান। সেই সাথে মুক্তিযোদ্ধা পরিবারের হয়রানী থেকে বাচতে তদন্ত করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।