ঝিনাইদহ অফিস- করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের ধারাবাহিকতায় শুরু থেকেই সিও সংস্থার ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে ।
প্রথম থেকেই সামাজিক দুরত্ব বজায় রেখে সংস্থার প্রধান কার্যালয়ের সামনে ২৫০ জন হত-দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয় ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের সুযোগ্য ও চৌকস পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব তারেক আল মেহেদী. সিও ‘ র নির্বাহী পরিচালক মোঃ সামসুল আলম, সহ সংস্থার অনান্য কর্মকর্তা এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এর পরে আবারও করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে নিম্ন আয়ের মানুষের মধ্যে চলমান খাদ্যসামগ্রী বিতরণের ধারাবাহিকতায় গত ৯ এপ্রিল সিও সংস্থার প্রধান কার্যালয়ের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে ২৭৫ জন হত-দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয় ।
এসময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম, পরিচালক (ঋণ কর্মসূচী) ফিরোজ আল মামুনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাগন এবং ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।