সাজ্জাতুল জুম্মা, ঝিনাইদহ- ঝিনাইদহে করোনা সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন ঘোষিত ৮দিনের কঠোর লকডাউনের আজ বুধবার ১ম দিন চলছে। এ লকডাউন কার্যকর করার জন্য আইন-শৃঙ্খলাবাহিনী ও প্রশাসন মাঠে থাকলেও নানা অজুহাতে মানুষ ঘর থেকে বের হচ্ছে। অনেকেই স্বাস্থ্যবিধি বা মাস্ক না পরেই চলাফেরা করতে দেখা গেছে সে কারনে ঢিলেঢালা লকডাউন পালিত হচ্ছে।
আজ বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোষ্ট বসার পাশাপাশি মানুষকে ঘর থেকে বের হতে নিরুৎসাহিত করা হচ্ছে। বেশিরভাগ দোকান-পাট ও যানবহন বন্ধ থাকলেও তিনচাকার ইজিবাইক চলাচল করতে দেখা গেছে। আর যারা স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মানছেন না তাদেরকে জরিমানা করা হচ্ছে।
লকডাউনের বিষয়ে সদর থানার ওসি মিজানুর রহমান জানান, আমরা মানুষকে সচেতন করার জন্য কাজ করে চলেছি। কোন মানুষ বের ও প্রবেশ যেন না করতে পারে সে বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। এ কঠোর লকডাউন ৩০ তারিখ মধ্যেরাতে শেষ হবে বলে তিনি আরও জানান।