সাজ্জাতুল জুম্মা, ঝিনাইদহ- ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে সাপেকাটা রোগীদের স্থানীয় ওঝাদের ঝাড়ঁফুক মন্ত্র পড়ার কারনে ভুল অপচিকিৎসায় মানুষ মারা যাচ্ছে। এসব কথিত ভন্ড ওঝাদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ শুক্রবার সকালে স্থানীয় পোষ্টঅফিস মোড়ে সামাজিক সংগঠন যুব ফেডারেশন এর উদ্যেগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঘন্টাব্যাপি এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক,রাজনৈতিক,সাংস্কৃতিক ও যুব ফেডারেশনের নেতৃবৃন্দ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন সামাজিক সংগঠন যুব ফেডারেশনের আহবায়ক এস এমরবি, যুগ্ন-আহাবায়ক মিঠুনবসু, সাংস্কৃতিক কর্মী রাজুআহম্মেদ মিজান, যুবমহিলালীগের নেত্রী নাসিমাসিদ্দিকা বুলবুলি ও লেখকচাদ অনির্বাসহ অনেকে।
বক্তারা বলেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এন্টিভেনমের যুগে তাদের হাসপাতালে না নিয়ে অনেকেই স্থানীয় ওঝাদের দ্বারস্থ হলে অপচিকিৎসায় মারা যান।
এ পর্যন্ত জেলায় এ অপচিকিৎসায় ২০জন মারা গেছেন এ মৃত্যুর দ্বায় তাদেরকে নিতে হবে। সে কারনে আধুনিক যুগে এ সকল অপ-চিকিৎসা কারীদের চিন্থিত করে তাদের গ্রেপ্তারের দাবি জানান।