Saturday, June 12, 2021
Home ঝিনাইদহ ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চীফ জুডিসিয়াল আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপন

ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চীফ জুডিসিয়াল আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপন

ঝিনাইদহ অফিস- ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চীফ জুডিসিয়াল আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়েছে। মঙ্গলবার বিকালে গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট জেলা শাখার উদ্যোগে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।

এসময় বৃক্ষরোপন কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ঝিনাইদহ বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ আবু আহসান হাবিব। বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাসানুজ্জামান।

বৃক্ষরোপন অভিযানে সাথে ছিলেন বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ মাসুদ আলী, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, গৌতম কুমার ঘোষ, তানিয়া বিনতে জাহিদ, কামরুজ্জামান জনি, বিজ্ঞ সিনিয়র সহকারি জজ মোঃ তরিকুল ইসলাম, সুমন হোসেন, সহকারি জজ আয়েশা সিদ্দিকা, বিজ্ঞ সিনিয়র সহকারি জজ মোঃ রিপন হোসেন, বিজ্ঞ সহকারি জজ রিয়াজ হোসেন।

এ ছাড়াও জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডঃ খান আকতারুজ্জামান, সাধারণ সম্পাদক এ্যাড. জাকারিয়া মিলন, এ্যাডঃ আমিনুর ইসলাম, এ্যাডঃ বাচ্চু মিয়া, এ্যাডঃ আজাদ রহমান, জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এস উজ্জল, সাংগঠনিক সম্পাদক রাজিব হাসান, আওয়ামীলীগ নেতা মোশাররফ হোসেন বল্টু, যুবলীগ নেতা মোজাফফর হোসেন পল্টু, গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইবনে আব্বাস।

বৃক্ষরোপন কর্মসুচীর আয়োজক হিসাবে সার্বিক দায়িত্বে ছিলেন গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট জেলা শাখা সভাপতি এ্যাড ঃ আব্দুল খালেক সাগর।

- Advertisment -

সব খরব

একসঙ্গে দুইয়ের বেশি বাচ্চা জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড

নিজস্ব প্রতিবেদক- যমজ বাচ্চা প্রসবের ঘটনা এত বেশি ঘটছে যে এখন আর বিস্ময়কর লাগে না। আমরা তখনই অবাক হই যখন শুনি কোনো...

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো

নিজস্ব প্রতিবেদক- করোনা পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটির মেয়াদ আরেক দফা বাড়লো। আগামী ৩০ জুন পর্যন্ত এই ছুটি বাড়ানো হয়েছে।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

সমীকরণ প্রতিবেদক- আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য— ‘মুজিববর্ষের আহ্বান, শিশুশ্রমের অবসান’। বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ...

খুলনায় করোনায় আরও ৫ জনের মৃত্যু

সমীকরণ প্রতিবেদক- খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার-শনিবার) করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...