এস,এম রবি স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহ জেলায় নতুন করে বারোবাজার হাইওয়ে থানার ১৩জন পুলিশ সদস্যসহ ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট ৫৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ১৭৮ জন ও মৃত্যু হয়েছে ১০ জনের।
আজ বুধবার সকালে ১০৫টি নমুনার মধ্যে ৫৯টি নেগেটিভ ও ৪৬ টি নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে বলে স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, জেলায় গেল ২৪ ঘন্টায় কুষ্টিয়া ও যশোর মেডিকেল কলেজের ল্যাব থেকে নতুন করে পুলিশ সদস্যসহ ৪৬ জনের করোনা পজিটিভ এসেছে।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৪জন, শৈলকুপায় ২জন, হরিণাকুন্ডুতে ৩ জন, কোটচাদপুরে ২ জন, মহেশপুরে ২জন ও কালীগঞ্জে ২৩জনের মধ্যে বারোবাজার হাইওয়ে থানার তেরজন পুলিশ সদস্য রয়েছে।
সবাইকেই স্বাস্থ্য বিভাগের অধিনে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর পুলিশ সদস্যদের পুলিশ লাইনস হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা চলছে।
এ পর্যন্ত ১৭৮ জন সুস্থ ও শৈলকুপা ৩ জন, সদর উপজেলায় ২জন ও কালীগঞ্জে ৫ জনসহ মোট মৃত্যু হয়েছে ১০ জনের।