Saturday, September 18, 2021
Home ঝিনাইদহ ঝিনাইদহে নুতন করে পৌর মেয়র সাইদুল করিম মিন্টুসহ ১৯ জন আক্রান্ত ॥...

ঝিনাইদহে নুতন করে পৌর মেয়র সাইদুল করিম মিন্টুসহ ১৯ জন আক্রান্ত ॥ মোট আক্রান্ত ৬৪৫ জন

ঝিনাইদহ অফিস- ঝিনাইদহ জেলায় নতুন করে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টুসহ ১৯জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ৬৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ২৩৫ জন ও মৃত্যু হয়েছে ১৩ জনের।

আজ সোমবার সকালে ৪৭টি নমুনার মধ্যে ২৮টি নেগেটিভ ও ১৯টি নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে বলে স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, জেলায় গেল ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের ল্যাব থেকে নতুন করে ১৯ জনের করোনা পজিটিভ এসেছে।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টুসহ ১৩ জন, শৈলকুপাতে ১জন, কালীগঞ্জে ২জন ও কোটচাদপুরে ৩জন রয়েছে।

সবাইকেই স্বাস্থ্য বিভাগের অধিনে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ পর্যন্ত ২৩৫ জন সুস্থ ও শৈলকুপা ৩ জন, সদর উপজেলায় ৪জন, কোটচাদপুরে ১জন ও কালীগঞ্জে ৫ জনসহ মোট মৃত্যু হয়েছে ১১ জনের।

এ দিকে স্বাস্থ্য বিভাগ ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর স্বজনেরা জানান, করোনা দুর্যোগের শুরু থেকেই মেয়র পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে মানুষের সচেতন করার জন্য লিপলেট বিতরণ, মাস্ত বিতরণ ও খাদ্য সহায়তা ছাড়াও মাইকিং করে জনগনকে করোনা সর্ম্পকে অবহিত করে চলেছিলেন।

তিনি জীবনের ঝুকি নিয়ে আইসোলেশন ওয়ার্ডে করোনা আক্রান্ত রোগী পাঠানো, নিহতের জানাযায় অংশ গ্রহন এবং আক্রান্ত রোগীদের বাড়িতে খাবার পৌছে দিচ্ছিলেন। সর্বশেষ পৌর এলাকার কয়েকটি বাড়িতে মেয়র সাইদুল করিম মিন্টুসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ মিলে লক ডাউন করার কাজে মুখ্য ভুমিকায় ছিলেন।

সর্বশেষ গত বৃহস্পতিবারে জ¦র ও মাথা ব্যাথা অণুভব করলে শুক্রবারে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার নমুনা সংগ্রহকরা হয়। এর একদিন পর রোববার রাতে ১০টার দিকে তার করোনা পজিটিভ আসে। আজ সকালে তিনিসহ ১৯জন আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়।
বর্তমানে তিনি নিজ বাড়ি আরাপপুরে আইসোলেশনে রয়েছেন ও সুস্থ রয়েছে বলে চিকিৎসারত মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ জাকির হোসেন জানান।

- Advertisment -

সব খরব

ঝিনাইদহে এনিমেল হেলথ্ মার্কেটিং এসোসিয়েশনের জেলা সম্নেলন অনুষ্ঠিত

সাজ্জাতুল জুম্মা, ঝিনাইদহ অফিস ঃঝিনাইদহের স্থানীয় এইড কমপ্লেক্সে হলরুমে শুক্রবার দুপুরে এনিমেল হেলথ্ মার্কেটিং এসোসিয়েশনের জেলা সম্নেলন অনুষ্ঠিত হয়েছে।

নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া, উদ্বিগ্ন জাপান

আন্তর্জাতিক ডেস্ক-দেড় হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি জাপানের প্রায় যেকোনো স্থানে আঘাত হানতে...

বিশ্বে করোনায় আরও ৬ হাজার মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক -মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় ৬ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায়...

নারী শিক্ষা: তালেবান স্টাইল

আন্তর্জাতিক ডেস্ক -আফগানিস্তানে ছেলে ও মেয়ে শিক্ষার্থীর আলাদাভাবে শিক্ষাদানের ব্যবস্থা করছে তালেবান। মেয়ে শিক্ষার্থীদের জন‌্য ইসলামসম্মত পোশাক ও নিয়ম কানুনও চালু করা...