সাজ্জাতুল জুম্মা,ঝিনাইদহ – ঝিনাইদহে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রোকন উদ্দিন (২২) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
নিহত কলেজ ছাত্র রোকন উদ্দিন শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের আব্দুর রশিদ মোল্লার ছেলে। আজ রোববার সকালে শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে বাড়ির জমি নিয়ে রোকন উদ্দিন মোল্লা ও তার চাচাতো ভাই শিলু মোল্লার বেশ কিছুদিন যাবত বিরোধ চলে আসছিল। তারই জের ধরে আজ রোববার সকাল ১০ টার দিকে বাড়িতে গোয়াল ঘর নির্মান করছিল রোকন উদ্দিন। এসময় শিলু মোল্লা বাঁধা দিলে বাক-বিতন্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শিলু মোল্লা রোকন উদ্দিনকে ছুরিকাঘাত করে জখম করে।
সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১১টার দিকে তাকে মৃত ঘোষনা করে। নিহত রোকন উদ্দিন এ বছরে স্থানীয় দুঃখী মাহমুদ কলেজ থেকে এইচ,এস,সি পাশ করে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। শৈলকুপা থানায় মামলার প্রস্তুতি চলছে।