ঝিনাইদহ অফিস- ঝিনাইদহে করোনা’র এই সময়ে খাদ্যের কষ্ট লাঘবে শ্রমজীবী ও দিন মজুরদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে বে-সরকারী উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশে এ ত্রান দেওয়ার কর্মসুচির আয়োজন করেন। আজ শনিবার সকালে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন পরিষদ, মহারাজপুর ইউনিয়নের মুক্তাঙ্গন আবাসন ও হরিশংকরপুর আবাসনের ৫ শতাধিক কর্মহীন মানুষের মাঝে এ ত্রান বিতরণ করেন। কর্মহীন এ মানুষের মাঝে খাদ্য সামগ্রীর মধ্যে দেওয়া হয়েছে চাল,আলু, ডাল, তেল, লবন, সাবান, মাস্ক ও ব্লিচিং পাউডার।
এ ত্রান বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, বে-সরকারী উন্নয়ন সংস্থা বুরোর আঞ্চলিক ব্যবস্থাপক আবুল হোসেন মিঞ্চা, পোড়াহাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরোন, মহারাজপুর ইউপি চেয়ারম্যান খুরশিদ মিঞ্চা ও হরিশংকরপুর ইউপি চেয়ারম্যান মাসুম হোসেন সহ অনেকে। এ ছাড়াও উন্নয়ন সংস্থার স্থানীয় এলাকা ব্যবস্থাপক আনোয়ার জাহিদ, উর্দ্ধতন কর্মকর্তা আল-আমিন।