ঝিনাইদহ অফিস-ঝিনাইদহে করোনা সংক্রমণের পর সুস্থ্য হয়ে যাওয়া করেনা জয়ী চিকিৎসক সহ ৭ জনকে ছাড়পত্র দেওয়া ও শুভেচ্ছা জানানো হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে করোনা ডেডিকেটেড শিশু হাসপাতালে সুস্থ্য হয়ে যাওয়া ৪ জন চিকিৎসক, ২ জন স্বাস্থ কর্মী ও অপর ১ জনকে ফুল ও উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা করোনা ইউনিটের প্রধান চিকিৎসক ডা: জাকির হোসেন সহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

করোনা থেকে সুস্থ্য হয়ে ফেরার পর সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ করেনাজিয়ী ডা: মার্ফিয়া খাতুন জানান, এখন ভালো লাগছে করোনা মুক্ত হয়ে। তবে করোনা সংক্রমণের পর ব্যাপক সামাজিক বঞ্চনা, হেয়-প্রতিপন্নের স্বীকার হয়েছি। তবে এখন সুস্থ্য হয়েও কতটুকু স্বাভাবিক হতে পারবো জানিনা।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডাঃ জে,এম উসমান মামুন রেজা জানান, সামাজিক দুরত্ব বজায় রাখা ও হোম সোলেশন থাকার বিকল্প নেই। সাহস আর মনোবলই পারে সুস্থ্য করে তুলতে।
গত দু-দিনে এ জেলায় মোট ৮জন করোনা জয়ী চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও সাধারন মানুষকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে