স্বপন অধিকারী, ঝিনাইদহ- ঝিনাইদহে করেনা দুর্গত অনেক কর্মহীন মানুষ সহযোগীতা থেকে যখন বঞ্চিত হচ্ছেন তখন তাদের পাশে দাড়িয়েছেন জেলা যুবলীগ নেতা, সমাজ সেবক ও কালীচরনপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম।
গত শুক্রবার সকালে তিনি সদর উপজেলার কালীচরনপুর ইউনিয়নের উত্তর কাষ্টসাগরা, হাজরাতলা ও ভগবাননগর গ্রামের তিন শতাধিক গরীব-অসহায় ঘর বন্দী খেটে খাওয়া কর্মহীন মানুষের মাঝে করেনা দুর্গতদের খাদ্য সামগ্রী বিতরণ করেন।
পরের সপ্তাহ ব্যাপী মানবতার ফেরিওয়ালা জাহাঙ্গীর আলম দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মহিষাডাঙ্গা, হুদোবাকুয়া, বালিয়াডাঙ্গা, কালিচরনপুর, বদনপুর, বড়-কামার কুন্ডু, নাচনা, জয়রামপুর, মগরখালিসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে সহস্রাধিক মানুষের মাঝে ত্রানের খাদ্য সামগ্রী বিতরণ করেন।
তিনি প্রত্যেককে স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতা নিয়ে তালিকা তৈরী করে ৬ কেজি চাল, ২কেজি ডাল, ২কেজি তেল, ১কেজি লবন, সাবান ও কেজি আলু বিতরন করেন।
এ বিষয়ে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম জানান, তিনি মানব কল্যানে এই দুর্যোগে তার নিজ এলাকার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগী বিতরণ করে চলেছেন। করোনা পরিস্থতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিটা গ্রাম গঞ্জে বিতরণ অব্যাহত রাখার ঘোষনা দেন।