সাজ্জাতুল জুম্মা, ঝিনাইদহ অফিস ঃ
ঝিনাইদহের স্থানীয় এইড কমপ্লেক্সে হলরুমে শুক্রবার দুপুরে এনিমেল হেলথ্ মার্কেটিং এসোসিয়েশনের জেলা সম্নেলন অনুষ্ঠিত হয়েছে।
এ সম্নেলনে নব-নির্বাচিত সভাপতি রুপসী বাংলা ফিডের জোনাল ম্যানেজার মোঃ উজ্জল হোসেন ও সাধারন সম্পাদক ভিশন কোম্পানীর এরিয়া ম্যানেজার মোঃ সুমন হোসেন সহ ৫৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। জেলা সম্নেলনে মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফার্মা এন্ড ফার্ম লিমিটেডের জেনারেল ম্যানেজার ডাঃ তাপস কুমার ঘোষ।

এ সম্নেলনে ৬৫ জন বিভিন্ন কোম্পানীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শুক্রবার বিকালে সম্নেলনের আলোচনা সভা শেষে সবার উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে ৫৫জন সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়। এছাড়াও নব-নির্বাচিত কমিটিতে রয়েছেন সহ-সভাপতি গার্ডিয়ান হেলথ্ কেয়ার লিমিটেডের সিনিয়র মার্কেটিং অফিসার মোঃ নাজমুল ইসলাম, সহ-সভাপতি মাসুদ রানা, মনিরুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, পরোশ ঘোষ,আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ।
এ সম্নেলনে প্রধান অতিথি ডাঃ তাপস কুমার ঘোষ জানান, সম্নেলনের মাধ্যমে দুই বছরের নতুন কমিটির নেতৃবৃন্দকে মানুষের কল্যানে কাজ করার আহবান জানান। সেই সাথে এনিমেল হেলথ্ একটি প্রতিষ্ঠানে রুপ দিয়েছে। সেখানে বিপদে আপদে সবার পাশে সবার থাকার আহবান জানান।