সাজ্জাতুল জুম্মা,ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপার দলিলপুর গ্রামে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পড়ে যাত্রী নুরুদ্দিন জোয়ার্দ্দার নুরু নিহত ও চালক পান্নু হোসেন সহ আহত ২ জন।
স্থানীয়রা দমকল বাহিনীর সদস্যদের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। নিহত যাত্রী নুরু (৬০) একই উপজেলার দলিলপুর গ্রামের আদেল জোয়ারদারের ছেলে।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, আজ শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপার দলিলপুর গ্রামে ইজিবাইক যাত্রী নিয়ে যাচ্ছিলো ; পথিমধ্যে নিয়ন্ত্রন হারিয়ে পাশের একটি পুকুরে উল্টে পড়লে ইজিবাইকের চাপাতে যাত্রী নুরুদ্দিন জোয়ারদার নিহত হন ও চালক পান্নু হোসেনসহ দুইজন আহত হন।
স্থানীয় গ্রামবাসিরা টের পেয়ে দমকল বাহিনীকে খবর দিলে তাদের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পুলিশ নিহতের ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ আরও জানান, আহত দুজনের চিকিৎসা চলছে। তারা শংকামুক্ত রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।