হরিনাকুন্ডু প্রতিনিধি- করোনা ভাইরাস দুর্যোগে পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদানের জন্য উপজেলা প্রশাসনের হাতে তুলে দেন বেসরকারী সংস্থা আশা এনজিও।
সোমবার বিকালে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা প্রশাসন দুইশত বস্তা এ খাদ্য সহায়তা উপজেলার অসহায় হতদরিদ্রদের মাঝে পৌছে দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার জেলা শাখার ব্যবস্থাপক মোঃ হেজাজ হোসেন, রিজিওনাল ম্যানেজার সিরাজুল ইসলামসহ অন্যরা।

এ বিষয়ে হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা জানান, আমরা প্রতিনিয়ত উপেজলার হতদরিদ্র আর কর্মহীন মানুষের তালিকা প্রস্তুত করা হয়েছে । তাদের বাড়িতে বাড়িতে গিয়েই ত্রানের খাদ্য সামগ্রী পৌছে দেয়া হচ্ছে । আমরা করোনার শুরু থেকেই উপজেলা প্রশাসন মানুষের পাশে দাড়িয়েছি। আমাদের ত্রান কার্যক্রম অব্যাহত রয়েছে ।