সাজ্জাতুল জুম্মা, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকূপায় আজ করোনায় আক্রান্ত হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। মৃতরা হলো শৈলকুপার বাগুটিয়া গ্রামের নুরুল ইসলাম (৫৪) ও তার স্ত্রী রাহেলা বেগম (৪৫)। আজ মঙ্গলবার সকালে ও দুপুরে তাদের মৃত্যু হয়।
শৈলকূপা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের ডাক্তার রাশেদ আল মামুন জানান, উপজেলার বাগুটিয়া গ্রামের নুর ইসলাম ও তার স্ত্রী রাহেলা বেগম অসুস্থ অবস্থায় আজ সকাল নয়টার দিকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে আসে। এ সময় কর্তব্যরত ডাক্তার রাহেলা বেগম কে মৃত অবস্থায় পায়। পরে তাদের কোভিড টেস্ট করা হলে দুজনেরই করোণা পজিটিভ আসে।নুর ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল করোনা ইউনিটে রেফার্ড করা হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের আরএমও ডাক্তার মিথিলা ইসলাম জানান, নুরুল ইসলামকে সকাল পৌনে বারোটার দিকে সদর হাসপাতালের করোনা ইউনিটে আনা হলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করে।
ডাক্তার রাশেদ আল মামুন জানান, তারা বেশ কিছু দিন ধরে বাড়িতে শারীরিক অসুস্থতায় ভুগছিল। তাদের মেয়ে লিয়া খাতুন (১৮) ও করোনা পজিটিভ বলে তিনি জানান।