ঝিনাইদহ অফিস- সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় জোয়াদ আলী নামের এক মুদি দোকানদারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে আজ রোববার সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুবিদ্দা-গোবিন্দপুর গ্রামে। নিহত জোয়াদ আলী ঐ গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে।
ঝিনাইদহের শৈলকুপা সার্কেল সহকারী পুলিশ সুপার আরিফুল বিশ্বাস জানান, জেলার শৈলকুপা উপজেলার সুবিদ্দা গোবিন্দপুর গ্রামের ইউপি সদস্য খেলাফত মোল্লার সাথে মুদি দোকানদার জোয়াদ আলীর সামাজিক বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে আজ রোববার সকালে তাকে বেধড়ক মারপিট করা হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ আরও জানায়, মৃতদেহ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে