ঝিনাইদহ অফিস- ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী সরুপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামে জনৈক আলামিন এর রান্না ঘরে প্রেমিক যুগল আবু সাঈদ (১৭) ও সোহানা বেগম (১৬) একই সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
প্রেমিক আবু সাঈদ মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের সুলতান আহমদ এর ছেলে ও একই উপজেলার কাঞ্চনপুর গ্রামের শাহাজামাল উদ্দীনের মেয়ে সোহানা খাতুন (১৬)। আজ সকালে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, গত কয়েকদিন আগে সোহানা বেগম চাপাতলা গ্রামে তার দুলাভাই আল-আমিন এর বাড়িতে বেড়াতে আসে। আজ সকাল সাড়ে ৭টার দিকে আল-আমিন রান্নাঘরে ঢুকে ঘরে আড়ার সাথে আবু সাঈদ ও সোহানা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ আরও জানান, প্রেমিক আবু সাঈদ, প্রেমিকা সোহানা বেগম এর দুলাভাই আলামিনের চাচাত ভাই। সম্পর্কে তারা বেয়াই-বেয়াইন। তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। অপ্রাপ্ত বয়স্ক হওয়াই উভয় পক্ষ এ প্রেম মেনে না নেওয়ায় তারা একই সাথে আত্মহত্যা করেছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরিবার দুটিতে শোকের ছায়া নেমে এসেছে।