ঝিনাইদহ অফিস- ঝিনাইদহের পাগলাকানাই ইউনিয়নে ত্রাণের দাবিতে ইউনিয়ন পরিষদ ঘেরাও করেছে ত্রাণ বঞ্চিত নারী-পুরুষেরা। এসময় চেয়ারম্যান নজরুল ইসলামকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের বাড়িবাথান, ফকিরাবাদ ও রাজাপুর গ্রামের কয়েক’শ নারী পুরুষ ইউনিয়ন পরিষদ ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। এসময় চেয়ারম্যান কে এম নজরুল ইসলাম এক নারীর সাথে অসৌজন্যমুলক আচরণ করলে উপস্থিত বিক্ষোভকারীরা তাকে মারধর করে লাঞ্ছিত করে। সেসময় তার সহযোগিরা এসে তাকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদের ভিতরে নিয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিত নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ ঘটনাস্থলে গিয়ে তাদের ত্রান দেওয়ার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে বাড়ি বাথান গ্রামের ত্রান বঞ্চিত কাদের আলী জানান, ইউপি চেয়ারম্যান ঠিকমত অসহায় ও গরীবদের মাঝে ত্রান দেননি। তিনি তার পক্ষের লোকজনের ত্রান দিয়েছে। যার কারনে আমরা ঘেরাও ও বিক্ষোভ করতে বাধ্য হয়েছি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, পুর্ব-পরিকল্পিতভাবে আমার উপর চড়াও হয়েছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সমন্বয়ে ত্রান দেওয়া অব্যাহত আছে। এটি ষড়যন্ত্র বলে তিনি দাবি করেন।