সাজ্জাতুল জুম্মা, ঝিনাইদহ-
ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানচালক মহিদুল ইসলাম (৫০) ও ভ্যান যাত্রী তাসলিমা খাতুন (৪০) নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ যশোর সড়েকর পিরোজপুর তিন বটতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিদুল একই উপজেলার বাদেডিহি গ্রামের জাহাবক্সের ছেলে ও যাত্রী তাসলিমা পিরোজপুর গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী।
বারোবাজার হাইওয়ে থানা পুলিশ এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও এ সময় চালক পালিয়ে যায়।
ঝিনাইদহের বারোবাজার হাইওয়ে থানা পুলিশের ওসি মেজবাহউদ্দিন জানান, আজ বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাস যশোরে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-যশোর সড়কের পিরোজপুর তিন বটতলা নামকস্থানে পৌছালে বিপরীত দিকে থেকে আসা একজন যাত্রীবাহি ভ্যানে ধাক্কা দিলে উল্টে পড়ে গিয়ে ঘটনাস্থলেই ভ্যান চালক মহিদুল ও যাত্রী তাসলিমা খাতুন নিহত হন।
এ সময় স্থানীয় লোকজন বাসটিকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। পুলিশ খবর পেয়ে নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ঘটনার পরই বাসটির চালক পালিয়ে যায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি আরও জানান।