Sunday, June 13, 2021
Home আন্তর্জাতিক চীনের কাছে এক ইঞ্চি জমিও হারায়নি ভারত, চীনা অনুপ্রবেশও হয়নি : মোদি

চীনের কাছে এক ইঞ্চি জমিও হারায়নি ভারত, চীনা অনুপ্রবেশও হয়নি : মোদি

সমীকরণ ডেস্ক- প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে পরিস্থিতি বেশ উত্তপ্ত। গতকাল শুক্রবার এ নিয়েই ছিল সর্বদলীয় বৈঠক। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, চীনের কাছে এক ইঞ্চিও জমি হারায়নি ভারত। কোনো চীনা অনুপ্রবেশ হয়নি।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেখানে আশ্বাস দিয়ে জানান, ভারত-চীন সীমান্তে সব রকমের প্রস্তুতি রয়েছে ভারতীয় সেনাবাহিনীর। সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বৈঠকের শুরুতেই রাজনাথ সিং সব দলের নেতা-নেত্রীদের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করেন। গালওয়ান ভ্যালির সংঘাত সম্পর্কেও এদিন বর্ণনা দেন তিনি। ব্যাখ্যা দেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও।

গত ১৫ জুন গভীর রাতে লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে চরম সংঘাত হয়। সেখানেই শহীদ হন আর্মি অফিসারসহ ২০ সদস্য। অন্তত ৭৬ সেনা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বলেও জানা গেছে।

এদিকে, ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী ২৩ জুন ভার্চুয়াল কনফারেন্সে বসছে রাশিয়া-ভারত-চীন।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব নিশ্চিত করেছেন, এস জয়শঙ্কর ত্রিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওয়াই এবং রাশিয়ার মন্ত্রী সের্গেই লাভরভ সে বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ভারত-চীন সীমান্ত সংঘর্ষের জন্য বৈঠক ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়।

- Advertisment -

সব খরব

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ১৪ই জুন

নিজস্ব প্রতিবেদক- আগামী বছরের (২০২২ সাল) এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ১৪ জুন (সোমবার) থেকে এ কার্যক্রম...

বিশ্বে করোনায় সাড়ে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন- মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে ৯ হাজারের বেশি মানুষ মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে সাড়ে ৩...

একসঙ্গে দুইয়ের বেশি বাচ্চা জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড

নিজস্ব প্রতিবেদক- যমজ বাচ্চা প্রসবের ঘটনা এত বেশি ঘটছে যে এখন আর বিস্ময়কর লাগে না। আমরা তখনই অবাক হই যখন শুনি কোনো...

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো

নিজস্ব প্রতিবেদক- করোনা পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটির মেয়াদ আরেক দফা বাড়লো। আগামী ৩০ জুন পর্যন্ত এই ছুটি বাড়ানো হয়েছে।