Friday, August 5, 2022
Home আন্তর্জাতিক চীনের কাছে এক ইঞ্চি জমিও হারায়নি ভারত, চীনা অনুপ্রবেশও হয়নি : মোদি

চীনের কাছে এক ইঞ্চি জমিও হারায়নি ভারত, চীনা অনুপ্রবেশও হয়নি : মোদি

সমীকরণ ডেস্ক- প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে পরিস্থিতি বেশ উত্তপ্ত। গতকাল শুক্রবার এ নিয়েই ছিল সর্বদলীয় বৈঠক। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, চীনের কাছে এক ইঞ্চিও জমি হারায়নি ভারত। কোনো চীনা অনুপ্রবেশ হয়নি।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেখানে আশ্বাস দিয়ে জানান, ভারত-চীন সীমান্তে সব রকমের প্রস্তুতি রয়েছে ভারতীয় সেনাবাহিনীর। সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বৈঠকের শুরুতেই রাজনাথ সিং সব দলের নেতা-নেত্রীদের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করেন। গালওয়ান ভ্যালির সংঘাত সম্পর্কেও এদিন বর্ণনা দেন তিনি। ব্যাখ্যা দেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও।

গত ১৫ জুন গভীর রাতে লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে চরম সংঘাত হয়। সেখানেই শহীদ হন আর্মি অফিসারসহ ২০ সদস্য। অন্তত ৭৬ সেনা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বলেও জানা গেছে।

এদিকে, ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী ২৩ জুন ভার্চুয়াল কনফারেন্সে বসছে রাশিয়া-ভারত-চীন।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব নিশ্চিত করেছেন, এস জয়শঙ্কর ত্রিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওয়াই এবং রাশিয়ার মন্ত্রী সের্গেই লাভরভ সে বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ভারত-চীন সীমান্ত সংঘর্ষের জন্য বৈঠক ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়।

- Advertisment -

সব খরব

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শুভ কুন্ডু

ঝিনাইদহ অফিস-বঙ্গবন্ধুর আদর্শে ছাত্র রাজনীতি করে আসছেন ঝিনাইদহের কৃতি সন্তান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শুভ কুন্ডু।

নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক--নিরাপদ সড়কসহ নয় দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার...

সামিয়া রহমানের পদাবনতির সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক || ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিয়া রহমানকে পদাবনতির আদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে সব...

সংলাপের পর নির্বাচন কমিশন কী বলবে, সেটা শোনার জন্য আমরা অপেক্ষা করব : আইনমন্ত্রী

সমীকরণ ডেস্ক-আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সরকারের অবস্থান বড় কথা নয়। নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক...