তুমি ভেবেছিলে তুমি জিতে গেছো?
আমাকে একা করে রেখে গিয়ে?
হঠাৎ যখন ব্যথ্যায় ‘মা ‘ করে ডেকে উঠি, শুনতে কি তুমি পাচ্ছনা বলো!!
মাগো তোমায় মেয়ে এখনো যে একা থাকতে শেখেনি😥মুঠোফোনের নং তো এখনো মুছে যায়নি,,,,মাগো আমি ঈদে বাড়ি যাবো,,,
অপেক্ষায় দিনাতিপাত করবে তো তুমি? মা ও মা হাত দিয়ে দেখোতো?তোমার মত করে কেও তো বুঝেনা আমায়…..শরীর খারাপ করছে কিনা,ক্লান্তবোধ হচ্ছে কিনা,একাকিত্ব লাগছে কিনা,,,,😐
মাগো দিন তো চলেই যায় তার নিয়মাবলিতে,,বুকফাটা আর্তচিৎকার আর তোমাকে ব্যর্থ খোঁজার বারংবার চেষ্টা আমাকে এক নিমেষ ও হতাশ করেনা
ফিরে এসো মা,,,,তোমার আঁচলধরা মেয়েটি তো এখনো সংসারী হতে শেখেনি😥😥কত কথা বলবো তোমায়, বলো শুনবেনা তুমি???
ছেলেবেলায় মা হারা এক পাখি😥😓।।।