Tuesday, September 21, 2021
Home আওয়ামীলীগ করোনায় মারা যাওয়া পুলিশের জানাজা পড়ালেন এমপি

করোনায় মারা যাওয়া পুলিশের জানাজা পড়ালেন এমপি

সমীকরণ প্রতিবেদক-ধান কাটার ফটোসেশন করতে গিয়ে যখন কয়েকজন এমপি-মন্ত্রী সমালোচনার মুখে তখন করোনায় মারা যাওয়া নিজ এলাকার পুলিশের জানাজার নামাজে ইমামতি করে প্রশংসা কুড়ালেন এক সংসদ সদস্য। বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন বৃহস্পতিবার রাতে পুলিশ সদস্য আব্দুল খালেকের জানাজায় ইমামতি করেন।

এর আগে সকালে করোনায় আক্রান্ত হয়ে এ এস আই আব্দুল খালেক মারা যান। একই দিনে ঢাকায় আরও একজন পুলিশ সদস্য মারা গেছেন। পরে মারা যাওয়া দুই পুলিশ সদস্যের মরদেহ পুলিশের তত্ত্বাবধানে নিজ নিজ এলাকায় পাঠানো হয়।

আব্দুল খালেকের গ্রামের বাড়ি বেতাগীর ঝোপখালি গ্রামে। রাত নয়টার দিকে মরহুমের নিজ বাড়ি তার দাফন সম্পন্ন হয়।

করোনার কারণে সংক্ষিপ্ত পরিসরে জানাজা অনুষ্ঠিত হয়। এমপি ছাড়াও বেতাগী উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, পৌরসভার মেয়র এ বি এম গোলাম কবির জানাজায় উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এমপির জানাজা পড়ানোর ছবি পোস্ট করে তার প্রশংসা করছেন।

পুলিশ সদস্যদের মধ্যে বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহজাহান হোসেন, বেতাগীর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহসান, বেতাগী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন তপু উপস্থিত ছিলেন।

পরে মরহুমের ছেলে মেয়ে এবং স্ত্রীসহ স্বজনদের সঙ্গে কথা বলেন এমপি ও এসপিসহ উপস্থিত পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। তারা মরহুমের স্বজনদের সান্ত্বনা দেয়ার পাশাপাশি বিপদ-আপদসহ সবসময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এসময় মরহুমের পরিবারকে নগদ অর্থসহ খাদ্র সহায়তা প্রদান করা হয় বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে। x�P�)

- Advertisment -

সব খরব

ঝিনাইদহে এনিমেল হেলথ্ মার্কেটিং এসোসিয়েশনের জেলা সম্নেলন অনুষ্ঠিত

সাজ্জাতুল জুম্মা, ঝিনাইদহ অফিস ঃঝিনাইদহের স্থানীয় এইড কমপ্লেক্সে হলরুমে শুক্রবার দুপুরে এনিমেল হেলথ্ মার্কেটিং এসোসিয়েশনের জেলা সম্নেলন অনুষ্ঠিত হয়েছে।

নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া, উদ্বিগ্ন জাপান

আন্তর্জাতিক ডেস্ক-দেড় হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি জাপানের প্রায় যেকোনো স্থানে আঘাত হানতে...

বিশ্বে করোনায় আরও ৬ হাজার মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক -মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় ৬ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায়...

নারী শিক্ষা: তালেবান স্টাইল

আন্তর্জাতিক ডেস্ক -আফগানিস্তানে ছেলে ও মেয়ে শিক্ষার্থীর আলাদাভাবে শিক্ষাদানের ব্যবস্থা করছে তালেবান। মেয়ে শিক্ষার্থীদের জন‌্য ইসলামসম্মত পোশাক ও নিয়ম কানুনও চালু করা...