Saturday, June 12, 2021
Home আন্তর্জাতিক করোনায় প্রাণ হারিয়েছেন ১০৯৩ বাংলাদেশি প্রবাসী

করোনায় প্রাণ হারিয়েছেন ১০৯৩ বাংলাদেশি প্রবাসী

সমীকরণ ডেস্ক- সারাবিশ্বে মহামারী করোনা ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের নাগরিকদের প্রাণহানি হচ্ছে। গত তিন দিনে নতুন করে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে নানা মাধ্যমে জানা গেছে। সৌদি আরব, কাতার, ফ্রান্সে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত করোনায় বিদেশে থাকা মোট ১ হাজার ৯৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে শুধু সৌদি আরবেই মারা গেছেন ৩৫৫ জন।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, গত দুই সপ্তাহে নিহত ও সংক্রমিত লোকের সংখ্যা বেড়েছে মধ্যপ্রাচ্যে। বিশেষ করে বাংলাদেশি অভিবাসী অধ্যুষিত দেশগুলোতে করোনায় আক্রান্ত হয়ে লোকজন যেমন সুস্থ হচ্ছেন, আবার নতুন করে আক্রান্তের ঘটনা অব্যাহত রয়েছে।

জানা গেছে, করোনা সংক্রমণের পর থেকে দুই একদিন ছাড়া প্রায় প্রতিদিন বাংলাদেশের লোকজন মারা গেছেন। পাশাপাশি আক্রান্তও হয়েছেন প্রতিদিন।

শুক্রবার পর্যন্ত ১৮ দেশে করোনায় মারা গেছেন ১ হাজার ৯৩ জন। এর মধ্যে সৌদি আরবে ৩৫৫ জন, যুক্তরাজ্যে প্রায় ৩০৫, যুক্তরাষ্ট্রে ২৭২, সংযুক্ত আরব আমিরাতে ৫০, কুয়েতে ৪০, ইতালিতে ১৪, কাতারে ১৩ জন; কানাডা ও বাহরাইনে ৯ জন করে, সুইডেনে ৮, ফ্রান্সে ৭, স্পেনে ৫ এবং মালদ্বীপ, পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন।

সবচেয়ে বেশি বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া সৌদি আরবে ১৪ হাজার, কাতারে প্রায় ৪ হাজার, সংযুক্ত আরব আমিরাতে ৪ হাজার, কুয়েতে ১ হাজার, বাহরাইনে ৭০০, ইতালিতে ২৫০ এবং স্পেনে ২০০ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাদ দিয়ে এই আট দেশে আজ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা ৪৯ হাজার ছাড়িয়ে গেছে।তবে সিঙ্গাপুরে বিপুল সংখ্যায় বাংলাদেশি আক্রান্ত হলেও, তাদের বড় অংশটি সুস্থ হয়ে গেছে বা সুস্থ হওয়ার পথে বলে জানা গেছে।

- Advertisment -

সব খরব

একসঙ্গে দুইয়ের বেশি বাচ্চা জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড

নিজস্ব প্রতিবেদক- যমজ বাচ্চা প্রসবের ঘটনা এত বেশি ঘটছে যে এখন আর বিস্ময়কর লাগে না। আমরা তখনই অবাক হই যখন শুনি কোনো...

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো

নিজস্ব প্রতিবেদক- করোনা পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটির মেয়াদ আরেক দফা বাড়লো। আগামী ৩০ জুন পর্যন্ত এই ছুটি বাড়ানো হয়েছে।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

সমীকরণ প্রতিবেদক- আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য— ‘মুজিববর্ষের আহ্বান, শিশুশ্রমের অবসান’। বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ...

খুলনায় করোনায় আরও ৫ জনের মৃত্যু

সমীকরণ প্রতিবেদক- খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার-শনিবার) করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...