Friday, April 16, 2021
Home ঝিনাইদহ ঝিনাইদহে স্বেচ্ছাসেবী সংগঠন গান্না ইউনিয়ন বিচিত্রার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃক্ষরোপণ...

ঝিনাইদহে স্বেচ্ছাসেবী সংগঠন গান্না ইউনিয়ন বিচিত্রার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসুচি পালিত

ঝিনাইদহ অফিস- ঝিনাইদহের গান্না ইউনিয়নের রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন গান্না ইউনিয়ন বিচিত্রার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসুচি পালিত হয়েছে। সোমবার সকালে এ অনুষ্ঠানের প্রথম দিকে পরিচয় পর্ব দিয়ে শুরু হয়। দু’ঘন্টা ব্যাপী চলা এ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃক্ষরোপণ কার্যক্রমে পরে সবার সংক্ষিপ্ত বক্তব্য, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং পরে বৃক্ষরোপণ কার্যক্রম করা হয়।

সে সময় উপস্থিত ছিলেন গান্না ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন মালিতা, চন্ডিপুর বিষ্ণুপদ স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ খলিলুর রহমান, রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার, সংগঠনের উপদেষ্টা নুর ই আলম সুমন, আলমগীর হোসেন, ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সাকিব মোহাম্মদ আল হাসান, স্থানীয় বেতাই চন্ডিপুর পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ সিরাজুল আলম প্রমুখ।


অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন।

এ বিষয়ে সংগঠনের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ বলেন, ‘মাঠে ঘাটে আমরা প্রায় তিন বছর যাবৎ কাজ করছি। মানুষের খুব কাছে গিয়ে সামান্যতম হলেও সহযোগিতা বা সচেতন করার জন্য অামাদের এই প্রয়াস। অদূর ভবিষ্যতে আরো বিস্তরভাবে আমাদের কাজ করার পরিকল্পনা।’

এছাড়া অনুষ্ঠানের সমাপনি বক্তব্যে ইউনিয়ন চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা বলেন, ‘সংগঠনের এই ছেলেগুলোকে আমি বহুদিন ধরে দেখে আসছি। তারা মানুষের খুব কাছে গিয়ে কাজ করছে। আমি সবসময় এমন ভালো কাজের সাথে থাকার চেষ্টা করি এবং এদের সাথে থাকবো’

এদিকে সুশিল সমাজ প্রত্যন্ত অঞ্চলে এমন উদ্যেগকে স্বাগত জানিয়েছেন।

- Advertisment -

সব খরব

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে বিজিবি

সাজ্জাতুল জুম্মা,ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর সীমান্তের লড়াইঘাট এলাকাতে বিজিবি অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতরা হলো একই উপজেলার কুসুমপুর গ্রামের...

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যানের রিপোর্ট পজিটিভ

সমীকরণ প্রতিবেদক- ফুসফুসের সিটি স্ক্যান শেষে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে তাঁকে...

লকডাউনে ন্যায্যমূল্যে ও এমএস’র চাল ও আটা বিক্রয় চলবে

সমীকরণ প্রতিবেদক- সরকার ঘোষিত লকডাউনের মধ্যেও স্বল্প আয়ের মানুষের খাদ্যের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের শহরগুলোতে ন্যায্যমূল্যে...

ঝিনাইদহে করোনায় নতুন করে আক্রান্ত ১৬, মৃত্যু ১ নারী ।

সাজ্জাবুল জুম্মা,স্টাফ রির্পোটার ঝিনাইদহ - ঝিনাইদহে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় ৯৫ টি নমুনার ফলাফলের মধ্যে ১৬...