Friday, April 16, 2021
Home বিনোদন হিরো আলমের বিরুদ্ধে জুনিয়র মিশার মামলা

হিরো আলমের বিরুদ্ধে জুনিয়র মিশার মামলা

সমীকরণ প্রতিবেদক-সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম- সর্বত্র আলোচিত ও সমালোচিত অভিনেতা হিরো আলম। এবার তার বিরুদ্ধে মামলা করেন জুনিয়র আর্টিস্ট নয়ন মন্ডল ওরফে জুনিয়র মিশা।

শুটিংয়ের টাকা না দিয়ে মারধর করার অভিযোগে এনে ২৩ জুলাই ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে এ মামলা দায়ের করা হয়। আদালত তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

জুনিয়র মিশার আইনজীবী মকিম মণ্ডল বলেন, ‘হিরো আলমের বিরুদ্ধে নয়ন মণ্ডল ওরফে জুনিয়র মিশা একটি মামলা করেছেন। আদালত মামলাটি ১ সেপ্টেম্বরের মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।’

জুনিয়র মিশা বলেন, ‘হিরো আলমের ‘সাহসী হিরো আলম’ সিনেমায় খল নায়ক হিসেবে ১৫ হাজার টাকায় চুক্তিবদ্ধ হই। গাজীপুরে শুটিং করি। শুটিং শেষে ঢাকায় আসার পথে আমাকে ৫০০ টাকা দিয়ে হিরো আলম বলেছিল বাকিটা পরে দেবে। কিন্তু সে টাকা পরিশোধ করেনি।’

জুনিয়র মিশ‌া জীবন নিয়ে শঙ্কায় আছেন জানিয়ে বলেন, ‘টাকা চাইলে হিরো আলম আমাকে শুটিংয়ের দা দিয়ে আঘাত করে। কিল-ঘুষি মারে। গত ১৯ জুন এফডিসিতে মানববন্ধনে অংশ নিতে আমি গিয়েছিলমি। সেখানেও আমাকে হিরো আলম লাঞ্ছিত করেছে।’

‘সাহসী হিরো আলম’ সিনেমায় হিরো আলমের বিপরীতে অভিনয় করেছেন সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। এছাড়াও অভিনয় করেছেন আমির সিরাজী, তনু পাণ্ডে, রেহেনা জলি, নিরাঞ্জন গুলজার, কালা আজিজ প্রমুখ। পরিচালনা করেছেন এ আর মুকুল নেতৃবাদি। গল্প লিখেছেন পিজি মোস্তফা। চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

- Advertisment -

সব খরব

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে বিজিবি

সাজ্জাতুল জুম্মা,ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর সীমান্তের লড়াইঘাট এলাকাতে বিজিবি অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতরা হলো একই উপজেলার কুসুমপুর গ্রামের...

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যানের রিপোর্ট পজিটিভ

সমীকরণ প্রতিবেদক- ফুসফুসের সিটি স্ক্যান শেষে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে তাঁকে...

লকডাউনে ন্যায্যমূল্যে ও এমএস’র চাল ও আটা বিক্রয় চলবে

সমীকরণ প্রতিবেদক- সরকার ঘোষিত লকডাউনের মধ্যেও স্বল্প আয়ের মানুষের খাদ্যের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের শহরগুলোতে ন্যায্যমূল্যে...

ঝিনাইদহে করোনায় নতুন করে আক্রান্ত ১৬, মৃত্যু ১ নারী ।

সাজ্জাবুল জুম্মা,স্টাফ রির্পোটার ঝিনাইদহ - ঝিনাইদহে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় ৯৫ টি নমুনার ফলাফলের মধ্যে ১৬...