সাজ্জাতুল জুম্মা, ঝিনাইদহ- কুষ্টিয়াতে জাতীর জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় শহরের কেসি কলেজ ক্যাম্পাস থেকে এ বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পোষ্ট অফিসের সামনে গিয়ে শেষ হয়। এ মিছিলের নেতৃত্ব দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
পরে এক সংক্ষিপ সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। এ ছাড়াও বক্তব্য দেন সাবেক ছাত্রলীগ নেতা তুষার পারভেজ, শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগ নেতা রেজোয়ানুল হক রিপন, ফারুক হোসেন, খায়রুল ইসলাম টিটোনসহ অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শক্তি বিএনপি জামায়াত-উগ্র মৌলবাদি গোষ্টি কুষ্টিয়া শহরের পাচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করে। অবিলম্বে তাদের খুজে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।