Thursday, December 3, 2020
Home আওয়ামীলীগ ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান না ফেরার দেশে চলে...

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান না ফেরার দেশে চলে গেলেন ॥ শোক প্রকাশ

ঝিনাইদহ অফিস- ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সফল সাবেক নারী ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান বার্ধক্যজনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মরহম মতিয়ার রহমানের স্ত্রী।

আজ রোববার দুপুরে তিনি জেলা শহরের কাঞ্চননগর নিজ বাসায় মারা যান। তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পরে না ফেরার দেশে চলে যান।

পরিবারের শেখ সেলিম ও মিনা সেলিম জানান, শিরিনা রহমান দীর্ঘদিন ধরে লেবার সমস্যা নিয়ে ভুগছিলেন। তিনি মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জেলা আওয়ামীলীগের রাজণীতির পাশাপাশি তিনি মহিলা পরিষদ, নারী সমাজ কল্যান সংস্থাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে ওতপ্রতভাবে জড়িত ছিলেন।
আজ রোববার বাদ মাগরিব সদরের উদয়পুর স্কুল মাঠে জানাযা শেষে ঐ গ্রামেরই পারিবারিক কবরস্থানে তার স্বামী মরহম মতিয়ার রহমানের পাশে দাফন করা হবে।

এদিকে মতিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল হাই, সাধারন সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, স্থানীয় সংসদ সদস্র তাহজিব আলম সিদ্দীকি সমি, যুগ্ন-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়াপরম্যান কনক কান্তি দাস, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ, ভাইস চেয়ারম্যান রাসেল হোসেন, আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামানসহ অনেকে।

এ সময় মরহমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমাবেদনা জানান। এ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

- Advertisment -

সব খরব

মাদক সেবনের দায়ে কুষ্টিয়ার ৮ পুলিশ চাকরিচ্যুত

কুষ্টিয়া প্রতিনিধি: ডোপ টেস্টে মাদক সেবনের বিষয়টি প্রমাণিত হওয়ায় কুষ্টিয়া জেলায় কর্মরত আট পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে।এদের...

প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও ভুক্তিসহ ১১ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

সাজ্জাতুল জুম্মা, ঝিনাইদহ অফিস- প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও ভুক্তিসহ ১১ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।...

পেঁয়াজ নিয়ে গভীর রাজনীতি আছে কিনা সে উত্তর দিতে পারবো না

আমি বাণিজ্যমন্ত্রী, বাণিজ্য বুঝি। পেঁয়াজ নিয়ে পিছনে কোনো গভীর রাজনীতি আছে কিনা সে উত্তর আমি দিতে পারবো না। প্রথমবারের...

মসজিদের বাইরে গ্যাসলাইনে ৬টি লিকেজ পেয়েছে তদন্ত কমিটি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের তল্লায় বিস্ফোরণের ঘটনায় মসজিদের বাইরে গ্যাসলাইনের ছয়টি লিকেজ পেয়েছে তিতাসের তদন্ত কমিটি। এছাড়া মসজিদ নির্মাণে...