মোঃ আশরাফুল আলম, ঝিনাইদহ- ঝিনাইদহে করোনা দুর্যোগের ভিতরে কর্মহীন মানুষেরাযখন বেকার হয়ে পড়েছে। সরকারসহ বিভিন্ন রাজনৈতিক নেতাসহ সামাজিক সংগঠন এগিয়ে এসেছে। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহ সদর উপজেলার ৮নং পাগলাকানাই ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী, সমাজ সেবক, বাস-মিনিবাস মালিক সমিতির নেতা ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সাঈদ বিশ্বাস অসহায়দের পাশে এগিয়ে এসেছেন।
আজ শুক্রবার সকালে পাগলাকানাই ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত ঝিনুকমালা আবাসন প্রকল্পে ভূমিহীন ২৩০টি পরিবারের মাঝে চাউল, সেমাই ও চিনি বিতরণ করেন। করোনার ভিতরে এ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ বিষয়ে আবু সাঈদ বিশ্বাস বলেন, যতদিন পর্যন্ত এই মহামারী করোনার প্রাদূর্ভাব থাকবে ততদিন পর্যন্ত আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা পাগলাকানাই ইউনিয়নবাসীর জন্য অব্যাহত থাকবে ইনশাল্লাহ। তিনি সবাইকে এ দুর্যোগে এগিয়ে আসার আহবাণ জানান।