সাজ্জাতুল জুম্মা, ঝিনাইদহ- ঝিনাইদহে করোনা রোগীদের চিকিৎসার জন্য জেলা প্রশাসকের কাছে জেলা সোসাইটি ইউ এস এ ইন্ক এর অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে ঝিনাইদহের বাসিন্দা আমেরিকা প্রবাসি সংগঠন সোসাইটি ইউ এস এ ইন্ক সংগঠন এর পক্ষ থেকে ২৫টি সিলিন্ডার হস্তান্তর করেন।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। এ সময় এ সংগঠনের সভাপতি আব্দুল মজিদ রহিম ও সাধারন সম্পাদক হাবিব মোঃ আহসান ভার্চুয়্যাল বৈঠকে যোগ দেন। সিলিন্ডার বিতরনের সময় আমেরিকা প্রবাসি জাকারিয়া মিঠু, জাহিদুল ইসলাম, আবু জাফর ফিরোজ, সাইফুর রহমান মিঠু ও ইদ্রিস আলীসহ অনান্যরা উপস্থিত হয়ে জেলা প্রশাসকের মাধ্যমে ৬টি উপজেলার জন্য তাদের সংগঠনের পক্ষ থেকে এ উপহার তুলে দেন।