স্বপন অধিকারী-ঝিনাইদহ জেলায় গেল ২৪ ঘন্টায় ৫ জনসহ এ জেলায় এখন পর্যন্ত মোট ৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছে আর সুস্থ হয়েছেন ৪১ জন।
আজ বুধবার সকালে নমুনার ভিতরে ৪২টি নমুনার ভিতরে ৩৭টি নেগেটিভ এসেছে বলে স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আক্রান্তের মধ্যে কালীগঞ্জে ১জন, হরিনাকুন্ডুতে ২জন, শৈলকুপায় ১জন ও কোটচাদপুরে ১জন রয়েছে।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে ৪২ টি নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে ৫জন করোনা পজেটিভ এসেছে। সবাইকেই স্বাস্থ্য বিভাগের অধিনে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৪১ জন সুস্থ রয়েছে