সাজ্জাতুল জুম্মা,ঝিনাইদহ- ঝিনাইদহের ৫৮ বিজিবি অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ এলাকা থেকে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ৮জন নারী-শিশু ও পুরুষকে আটক করেছে। আজ বুধবার সকালে অণুপ্রবেশ করার সময় তাদেরকে আটক করে জীবননগর থানায় প্রেরণ করেছে।
এ বিষয়ে ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, করোনাকালীন সময়ে সম্প্রতি উদ্বেগজনকহারে ভারত থেকে এ দেশে অনুপ্রবেশের ঘটনা বৃদ্ধি পাওয়ার কারনে সীমান্তে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। তারই ধারাবাহিকতার কারনে আজ বুধবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গার সীমান্তের হাসাদাহ এলাকা থেকে জীবননগর বিওপির একদল বিজিবি টজল দেওয়ার সময় ২জন নারী, একজন কিশোর ও ৫জন পুরষকে আটক করে।
আটককৃতরা হলো খুলনা জেলার ফুলতলা উপজেলার দামুদা গ্রামের মিঠু শেখ, তার স্ত্রী তানিয়া বেগম, একই উপজেলার চিচড়ি গ্রামের আব্দুল হালিম, রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার নতুনপাড়া গ্রামের বাসিন্দা রাশিদা বেগম, নড়াইল জেলার কালিয়া উপজেলার সুজন মৃধা, মিলন হোসেনসহ অবৈধ পারাপারের সাথে জড়িত দালাল ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের সাদ্দাম হোসেন ও পাশর্^বর্তি পীরগাছা গ্রামের সেলিম হোসেন।
পরে বিজিবি তাদের জিজ্ঞাসাবাদ শেষে জীবননগর থানায় হস্তান্তর করে। তাদের অবৈধপাসপোর্ট আইনে মামলা দেওয়া হয়েছে।
বিজিবি আরও জানান যে, এপর্যন্ত ভারত থেকে অবৈধভাবে মহেশপুর ও জীবননগর সীমান্ত দিয়ে ৭০জন অনুপ্রবেশকারীকে আটক করে মামলা দেওয়া হয়েছে।