সাজ্জাতুল জুম্মা, ঝিনাইদহ – ঝিনাইদহের হরিণাকুন্ডুতে অজ্ঞাত (৩২) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার শুড়া গ্রামের দোলোখালি মাঠের রাস্তার সেতুর উপর পড়ে থাকা এ মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি শর্টগানের গুলির খোসা উদ্ধার করেছে।
হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, আজ সোমবার সকাল উপজেলার দোলোখালি মাঠে স্থানীয় কৃষকেরা কৃষিকাজের জন্য গেলে রাস্তার পাশে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তার মাথায় গুলির চিন্থ রয়েছে বলে তিনি জানান।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থল থেকে একটি শর্টগানের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও পরিচয় শনাক্ত হলেই বোঝা যাবে কে বা কারা কি কারনে তাকে হত্যা করেছে।