মোঃ আশরাফুল আলম, ঝিনাইদহ- বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস মরনঘাতী রুপ ধারন করেছে। প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে হাজারও মানুষ, বাড়ছে মৃত্যুর মিছিল। ঘরবন্দী রয়েছে লক্ষ লক্ষ মানুষ। এমন অবস্থায় অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের সহযোগিতায় ঝিনাইদহে এগিয়ে এসেছে নানা শ্রেনী-পেশার মানুষ।
প্রানঘাতী করোনা ভাইরাসের মোকাবেলায় ঝিনাইদহ সদর উপজেলার ৮নং পাগলাকানাই ইউনিয়নে ঘরবন্দী ও কর্মহীন মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে সম্ভাব্য ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ও ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আবু সাঈদ বিশ্বাস।
তিনি দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে অসহায় কর্মহীন মানুষের পাশে খাদ্য সামগ্রী আর ত্রান পৌছিয়ে দিচ্ছেন। মানুষের সেবা করার কারনে তিনি এলাকার মানুষের কাছে জনদরদী বলে পরিচিতি লাভ করেছেন।
এ বিষয়ে আবু সাঈদ বিশ্বাস সাংবাদিকদের জানান, আমি ইতিমধ্যে ইউনিয়নের ঘরবন্দী ও কর্মহীন মানুষদের আমার মতো সহযোগিতা করেছি এবং প্রানঘাতী এই করোনা ভাইরাস যতদিন থাকবে ততদিন আমার এই সহযোগীতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। তিনি এ দুর্যোগে সবার সহযোগিতা কামনা করেন।