Friday, April 16, 2021
Home আন্তর্জাতিক করোনা জয় করলেন প্রায় ৪০ লাখ মানুষ

করোনা জয় করলেন প্রায় ৪০ লাখ মানুষ

সমীকরণ ডেস্ক- চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা তাণ্ডব চালালেও এর প্রকোপ ধীরে ধীরে কমতে শুরু করেছে। এই ভাইরাসে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে। আজ শনিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৫৬ হাজার ২৭৯ জন। এ তথ্য জানিয়েছে করোনার লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

ওয়ার্ল্ডোমিটার জানায়, এখন পর্যন্ত অচেনা এই ভাইরাসটিতে সারাবিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৮ হাজার ২৪৮ জন। এছাড়াও শনাক্ত হয়েছে ৭৭ লাখ ৩২ হাজার ৯৪৮ জনের শরীরে।

করোনার আক্রমণে সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। সেখানে আক্রান্ত মানুষের সংখ্যা ২১ লাখ ১৬ হাজার ৯২২। দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৮২৫ জনের। আক্রান্ত ও মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের ধারে কাছে নেই কোনো দেশ।

আক্রান্ত ও মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরপরই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে এখন মোট আক্রান্ত ৮ লাখ ২৯ হাজার ৯০২। দেশটিতে করোনায় মৃত্যু ৪২ হাজারের কাছাকাছি। দেশটিতে করোনায় মোট ৪১ হাজার ৯০১ জন মারা গেছেন।

করোনা রোগী শনাক্তের দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে ৫ লাখ ১১ হাজার ৪২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬ হাজার ৭১৫ জনের।

যুক্তরাজ্যেকে টপকে চার নম্বরে চলে আসা ভারতে করোনা রোগীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৬০৩ জন। মারা গেছেন ৮৮৯০ জন।

যুক্তরাজ্যজুড়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা প্রতিনিয়ত কমছে। দেশটিতে মোট ২ লাখ ৯২ হাজার ৯৫০ জন কোভিড-১৯ আক্রান্ত। করোনায় মোট মৃত হয়েছে ৪১ হাজার ৪৮১ জনের।

বাংলাদেশেও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড ভাঙছে। গতকাল আরও ৩ হাজার ৪৭১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৫২৩ জনে। এদিন আরও ৪৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫ জনে।

- Advertisment -

সব খরব

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে বিজিবি

সাজ্জাতুল জুম্মা,ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর সীমান্তের লড়াইঘাট এলাকাতে বিজিবি অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতরা হলো একই উপজেলার কুসুমপুর গ্রামের...

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যানের রিপোর্ট পজিটিভ

সমীকরণ প্রতিবেদক- ফুসফুসের সিটি স্ক্যান শেষে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে তাঁকে...

লকডাউনে ন্যায্যমূল্যে ও এমএস’র চাল ও আটা বিক্রয় চলবে

সমীকরণ প্রতিবেদক- সরকার ঘোষিত লকডাউনের মধ্যেও স্বল্প আয়ের মানুষের খাদ্যের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের শহরগুলোতে ন্যায্যমূল্যে...

ঝিনাইদহে করোনায় নতুন করে আক্রান্ত ১৬, মৃত্যু ১ নারী ।

সাজ্জাবুল জুম্মা,স্টাফ রির্পোটার ঝিনাইদহ - ঝিনাইদহে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় ৯৫ টি নমুনার ফলাফলের মধ্যে ১৬...