সমীকরণ প্রতিবেদক- দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আরও এক চিকিৎসক। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বিশিষ্ট এনেস্থেসিওলজিস্ট ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন। । তিনি ঢাকার বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ছিলেন।
জানা গেছে, কিছুদিন আগে করোনা রোগীকে চিকিৎসা দিতে গিয়ে নিজেই আক্রান্ত হয়ে পড়েন ডা. মোহাম্মদ সাজ্জাদ।
তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ২০তম ব্যাচের প্রাক্তন ছাত্র ছিলেন। করোনায় মৃত্যুবরণকারী ১৩তম চিকিৎসক ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন।