Sunday, July 5, 2020
Home জাতীয় করোনায় আরও ১ চিকিৎসকের মৃত্যু

করোনায় আরও ১ চিকিৎসকের মৃত্যু

সমীকরণ প্রতিবেদক- করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান হেমাটোলজিস্ট ও ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান মারা গেছেন।

রোববার (৩ মে) বিকেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।

এর আগে গত ১৪ এপ্রিল প্রথম চিকিৎসক হিসেবে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক মঈন উদ্দীন মারা যান। এ তালিকায় নতুন করে যুক্ত হলেন ডা. মনিরুজ্জামান।

সোমবার (৪ মে) আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এশতেহামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল (রোবাবার) বিকেলে তিনি অসুস্থ হয়ে পড়লে সিএমএইচে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। রিপোর্টে পজেটিভ আসে।

আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের কয়েকজন চিকিৎসককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৭৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৫৫ জন। এর মধ্যে পাঁচ শতাধিক চিকিৎসক রয়েছেন।

- Advertisment -

সব খরব

ভিক্ষুককে দোকান করে দিলেন জায়েদ খান

সমীকরণ প্রতিবেদক: এমদাদের দুটি পায়ে সমস্যা। পিরোজপুর সদরে ঘুরে ঘুরে ভিক্ষা করে। যা আয় হয় তা দিয়েই চলে...

ঝিনাইদহে এক প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কাজ করতে গিয়ে জনতার হাতে ইউপি সদস্যসহ নারী আটক

আব্দুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টর-ঝিনাইদহের শালিয়া গ্রামে এক প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিক কাজ করতে গিয়ে জনতার হাতে ইউপি...

ভ্যাকসিনের প্রাথমিক পর্যায় সম্পন্ন: বায়োটেকের দাবি

সমীকরণ প্রতিবেদক- বাংলাদেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেডের আবিষ্কৃত করোনা ভ্যাকসিনের ট্রায়ালের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।...

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৮, আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়াল

সমীকরণ প্রতিবেদক-করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৪০১৯ জন। বৃহস্পতিবার করোনা...